শেখ রেহানার জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী প্রকাশিত: 10:51 AM, September 13, 2020 শিল্পাঞ্চল প্রতিনিধি (সাভার) আজকের এই দিনে জন্ম গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তার জন্ম দিনে শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান। শ্রমিক দর্পণের পাঠকের জন্য তা নিচে হুবহু তুলে ধরা হলো- ২০১৮ সালের ১৩ ডিসেম্বর। আমার জীবনের এক ঐতিহাসিক দিন। সেদিন ধন্য হয়েছিলো সাভারের মাটি। আমার পক্ষে ভোট চাইতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং স্নেহের ছোট বোন শ্রদ্ধেয় শেখ রেহানা আপাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সাভারে। সাভার সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের দুই কন্যাকে একসঙ্গে পাশে পেয়ে সেদিন আবেগে আপ্লুত ছিল সাভার-আশুলিয়ার জনগন। কৃতজ্ঞতায় বার বার ভিজে আসছিলো আমার দুটি চোখ। স্নেহ এবং আদরের একমাত্র ছোট বোন শেখ রেহানা কে নিয়ে আমার নির্বাচনী জনসভায় মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা! এখনো মনে হয় স্বপ্নের মতো। সেই দিনের কথা ভাবি আর অবাক হই। সত্যিই আমি ভাগ্যবান। রেহানা আপা কেবল আমার জন্য ভোট চাইতেই আসেন নি। সেদিন আমাকে নিজের পাশে বসিয়ে অনেক পরামর্শও দিয়েছিলেন। এভাবে নীরবে-নিভৃতে থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত কে তিনি শক্তিশালী করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সব সময় সহযোগিতা করে চলেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সব সময় এই জাতিকে সাহস যুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতায় ইতিহাসের অনেক ক্রান্তিকাল পাড়ি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সকলের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানার আজ জন্মদিন। জন্মদিনে সাভার ও আশুলিয়া বাসির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ভালবাসা। মহান আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন- আজকের এই শুভ দিনে আমাদের এই প্রার্থনা। “শুভ জন্মদিন” সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন,,,,,,PrintWhatsApp আওয়ামী লীগ বিষয়: