পশ্চিমবঙ্গে ১৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানীর অনুমতি প্রকাশিত: 1:03 AM, September 12, 2020 নিজস্ব প্রতিবেদক ভারতের পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালিদের জন্য দুর্গাপূজার সুখার সরূপ ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন বাংলাদেশ সরকার। বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানীর জন্য বাংলাদেশের নয়টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে। বাংলাদেশ থেকে এসব ইলিশ রপ্তানী আগামী মঙ্গল ও বুধবারের দিকে শুরু হতে পারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা-২ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, দুর্গাপূজার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির এই বিশেষ অনুমতি দিয়েছে। বেনাপোল-পেট্রাপোল স্থল সীমান্তপথে ট্রাকযোগে এ ইলিশ আসবে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর পূজার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তাতে দারুণ খুশি হয়েছিলেন এপার বাংলার ইলিশপ্রিয় বাঙালিরা। এবার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের ভোক্তারা নিশ্চয়ই আরও বেশি খুশি হবেন। প্রসঙ্গত, বাংলাদেশসহ কলকাতা ও পশ্চিমবঙ্গজুড়ে আগামী ২৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৪ জুন পশ্চিমবঙ্গে ইলিশ মৌসুম শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সমুদ্রে সেভাবে ইলিশ ধরা পড়ছিল না। সম্প্রতি আবহাওয়া ভালো হওয়ায় পশ্চিমবঙ্গে ইলিশ ধরা পড়লেও বাংলাদেশের ইলিশের স্বাদ পশ্চিম বঙ্গের বাঙালীদের কাছে ভোলার নয়। ভুলতে পারে মতো অত স্বাদের নয়। তাই এখনো বাংলাদেশের পদ্মার ইলিশের জন্য এখানকার ইলিশপ্রিয় বাঙালিরা তাকিয়ে থাকেন। সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন,,,,,,PrintWhatsApp আন্তর্জাতিক বিষয়: