মসজিদে বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মৃত্যু প্রকাশিত: 11:08 AM, September 5, 2020 স্টাফ করেসপন্ডেন্ট, (ঢাকা) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়কালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩৭ জন মুসল্লি দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ধারণা মসজিদের সামনের গ্যাসের লাইনে লিকেজ থেকে এসি চালানের সময় জানালা বন্ধ থাকায় ওই গ্যাস ভেতরে জমা হয়ে যায়। হঠাৎ করে কেউ বৈদ্যুতিক সুইচ অফ-অন করতে গেলে স্পার্ক থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন,,,,,,PrintWhatsApp জাতীয় বিষয়: