বিনোদন

সারার যে গুণটি সবচেয়ে পছন্দ করেন বাবা সাইফ

  SHABBIR DIGITAL ১৪ অক্টোবর ২০১৯ , ১:২৮:৪৯ 75

বলিউডে অভিনয়ে আসার পর দর্শকদেরও মন জয় করে নিয়েছেন সারা আলি খান। অথচ ছোট থেকে অসম্ভব প্রাচুর্যের মধ্যে বড়ো হওয়া সারা বরাবরই অত্যন্ত মিষ্টভাষী ও আর পাঁচটা সাধারণের মতোই। ঠিক যেন পাশের বাড়ির মেয়ের মতোই তার আচরণ। সাংবাদিক থেকে দেহরক্ষী পর্যন্ত সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন সাইফকন্যা। এবার মেয়ের সেই গুণেরই প্রশংসায় পঞ্চমুখ হলেন সাইফ আলি খান।

মেয়ের প্রথম সিনেমা কেদারনাথে তার অভিনয় কেমন লেগেছে? উত্তর দিতে গিয়ে বেশ গর্বিত বাবা সাইফ। তিনি বলেন, ‘আমার মনে হয়, কেদারনাথে ও খুবই ভাল অভিনয় করেছে। আমার মেয়ে বলে নয়, ব্যক্তি হিসাবে আমার মনে হয় সে সবার সঙ্গেই ভীষণ খোলামেলা ব্যবহার করে।’

মেয়ের এমন গুণই তার পছন্দের বলে জানান সাইফ। তার মতে, সারাকে যারা চেনেন, তারাও নিশ্চয়ই এমনটা ভাবেন।

সাইফ জানান, কেদারনাথের একটি দৃশ্যে অভিনয়ের আগে তার কাছে সাহায্য চেয়েছিলেন সারা। তিনি বলেন, ‘কীভাবে দৃশ্যটি ফুটিয়ে তোলা যাবে সে বিষয়ে তখন আলোচনা করেছিলাম আমরা।’

অভিনয়ের ব্যাপারে মেয়েকে টিপস দিলেও চিত্রনাট্য বাছাই নিয়ে তার কোনও হাত নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নবাব। তিনি বলেন, ‘এই ধরনের বিষয়ে কারও মতামত নেওয়া ঠিক নয়। নিজেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

বর্তমানে নভদ্বীপ সিং পরিচালিত লাল কাপ্তান সিনেমার প্রচারে ব্যস্ত আছেন সাইফ। সিনেমার ট্রেলারে সম্পূর্ণ ভিন্ন একটি লুকে দেখা গিয়েছে এই অভিনেতাকে।

আরও খবর:

Sponsered content