ADMIN ১৯ এপ্রিল ২০২৩ , ১:০০:১৩ 67
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধি ও দুস্থদের উন্নয়নমূলক সংস্থা “মানবিক দর্পণ ফাউন্ডেশন” এর উদ্যোগে অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী ও দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ইউনিক এলাকায় অবস্থিত উক্ত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের নিবন্ধিত ১৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, সাবান ও আলু দেওয়া হয়।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মানবিক দর্পণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন অনন্য প্রতিভা। শারীরিক বা যেকোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এরা মানবসম্পদে পরিণত হবে।
মানবিক দর্পণ ফাউন্ডেশনের মহাসচিব শেখ আল মামুন বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবিকা হাসিনা পলি।
তিনি বলেন, আমি অভিভূত, আমি আপ্লূত। এই প্রতিবন্ধী শিশুরা সৃষ্টির বৈচিত্র। আমাদের সমাজের বসবাসরত নাগরিকদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাজী আমিন, কাজী মাহফুজুর রহমান, রমজান বেপারী, ফাহিমা হিমু, ইমন শিকদার, মাহবুব আলম বাচ্চু, নাসির হোসাইন সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।