আন্তর্জাতিক

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইইউ

  PopularHostBD ১৪ অক্টোবর ২০১৯ , ২:২৯:৪৮ 116

উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। বিষয়টি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন এক ফরাসি মন্ত্রী।
ইউরোপীয় বিষয়ক ফরাসি মন্ত্রী এমেলি ডে মন্টাচালি জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের কারণে নিষেধাজ্ঞার বিষয়টি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে। আগামী সপ্তাহে ইউরোপিয়ান কাউন্সিলে এ নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে লক্ষ্যবস্ত করে উত্তর সিরিয়ায় বুধবার অভিযান শুরু করেছে তুরস্ক।
গত পাঁচ বছর ধরে আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকা রেখেছে কুর্দিরা। মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তারা ১১ হাজার সেনা খুইয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটি তৃতীয় হস্তক্ষেপ তুরস্কের।
উত্তর সিরিয়ায় তুরস্কের অভিযানে সবুজ সংকেত দিয়ে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত থেকে মার্কিন সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পরেই এ অভিযান শুরু হয়েছে।

আরও খবর:

Sponsered content