আইন আদালত

১৯৭৩ সাল থেকে ২৫শ কোটি ডলার দিয়েছে এডিবি: অর্থমন্ত্রী

  SHABBIR DIGITAL ১৪ অক্টোবর ২০১৯ , ১:১৩:৪৯ 87

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। আর এই সময়ের মধ্যে থেকে এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে ২৫শ’ কোটি মার্কিন ডলার।

রবিবার এডিবি‘র ছয় সদস্যর বোর্ড অব গর্ভনর বডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা কতটুকু উন্নতি করছি তা পর্যবেক্ষণ করতে এডিবি বাংলাদেশে এসেছে। ১৯৭৩ সাল থেকে এডিবি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। তাদের সহযোগিতায় আমাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে, দ্রুত উন্নয়ন করা সম্ভব হয়েছে। তাদের আর্থিক সহযোগিতা আমরা কিভাবে কাজে লাগিয়েছি তাও তারা সরেজমিনে দেখবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগামীতে আমরা যখন কোনও বড় প্রকল্প হাতে নেব, সেখানে যত অর্থের প্রয়োজন হবে, এডিবি আমাদের আর্থিক সহায়তা করবে। এডিবি‘র প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে রোহিঙ্গারা কিভাবে জীবন বসবাস করছে তাও দেখবে।

আরও খবর:

Sponsered content